বিজয়-
যা হয় অর্জিত অনেক সাধনার বিনিময়ে।
গুটি গুটি পায়ে ঘুরে ফেরা-
চাইলে কিছু তাঁর; কান্না দিয়ে 'বিজয়' যা আকাঙ্ক্ষা।
সময়ের সাথে সাথে বড় হয়ে-
"বিজয়" আনতে চিন্তার হয় প্রয়োগ।
আরো সময় অতিবাহিত হয়ে যখন-
"মানব" পরিপূর্ণ মানব;
বিজয় আনতে-
বিসর্জন শারীরিক ও মানসিক ভাবনার অস্তিত্ব।
দেশ মা কে পূর্ণ ভাবে ভালবেসে-
সেই মায়ের উপর আঘাত এলে;
বিজয় আনতে বিসর্জন দিয়েছে;
নিজের জীবন আর শরীরের তাজা রক্ত।
বছর এই চব্বিশে-
কোটা নিয়ে বিজয় আন্দোলনে;
কতো মায়ের হয়েছে কোল খালি,
প্রেয়সী হারিয়েছে প্রেমিক-
সন্তান হারিয়েছে বাবা আর স্ত্রী হারিয়েছে স্বামী।
তাইতো জীবনে আসা 'বিজয়'-
কখনো রক্তধারায় নয়তো অনুভূতি অস্তিত্বের বিনিময়ে!