দীপ্ত সূর্যের কিরনে -
আলোকময় যখন এই ধরিত্রী;
যায় না তাঁরে দেখা।
গোধূলি লগ্নে সূর্য যখন;
আকাশের বিশাল চাদরে-
বিশ্রামালয়ে নিমজ্জিত;
মাঝে মাঝে উজ্জ্বল হয়ে দেয় দেখা-
রাতের নির্জন রাত্রির আকাশে।
..........
পরিবারের প্রতিটি-
বটছায়ার ন্যায় "বাবা"।
সেই বাবা একদিন নিজের সংসার,পরিবার;
সন্তান আর বন্ধন ছিন্ন করে-
চাঁদ হয়ে ঠাঁয় নেয় আকাশের বুকে।
একবার গেলে আর কখনো;
আদর সোহাগে-
ডেকে বলে না আমার সোনামনি! রাজকন্যা!
জীবনের কঠিন বাস্তবতায়;
সন্তানকেই জানাতে হয় চিরবিদায় বাবা-মাকে।
স্পর্শহীন জ্যোতি হয়ে থাকে সন্তানের পাশে;
তবু যায় না জড়িয়ে ধরা, হয় না বলা "ভালবাসি"।
আলো করে রাখা মানুষটি মুহূর্তেই;
জীবন,আনন্দ দেয় যে আঁধারে করে নিমজ্জিত -
সেই বটের ছায়া করে যখন বর্জন দেহের আত্মাকে!
               (এই দুই মাসে পরিচিত মানুষগুলোর
               কাছের মানুষগুলো চলে গেল। যাদের
               হারিয়েছে তাঁদের প্রতিটি দিন কত যন্ত্রণায়
               যাচ্ছে ভাবলেই কেঁদে উঠে মন। সবার
               জীবনে এমন একটি দিন আসবে)