“সীমাহীন মাতৃ ভালবাসা”
ভালবাসা- যে অনুভূতি লিখে কিংবা হৃদয় চিহ্ন এঁকে;
যায়না বোঝানো ভালবাসার গভীরতা।
আঁখি মেলতেই ছোট্ট একটি শিশুকে;
জড়িয়ে রাখে মায়ের ভালবাসার উষ্ণতা।
সেই “মা” যখন অনুভব করে তার মাঝে;
ছোট্ট একটি প্রাণ ধীরে ধীরে উঠছে বেড়ে-
থাকেনা ভাললাগার কোন সীমা।
নিজেকে অনুভূত হয় পৃথিবীর সবথেকে সুখী মানুষ।
আঁখি হয় অশ্রুসিক্ত; ভালবাসার ভুবন গড়ে তুলে নিজের মাঝে।
দশমাস পরে ধরিত্রীতে নিয়ে আসবার মুহূর্তে-
মৃত্যুযন্ত্রণা সহ্য করে; অবশেষে দেখে সেই মুখ খুশিতে হয় আত্মহারা।
সেই থেকেই সন্তানকে সীমাহীন ভালবাসা দিয়ে-
জড়িয়ে রাখে বুকের মাঝে!
সন্তান ভুল করলে শাসন করতে নিজের ভেতরটা কষ্টে থাকে।
সন্তান অজান্তে কষ্ট দিলেও মায়ের ভালবাসা থাকে সন্তানের জন্য।
সকল বিপদ থেকে থাকে যেন দূরে-
সেই প্রার্থনায় নিমজ্জিত থাকে; মায়ের অন্তর।
সময়ের সাথে সাথে সন্তান যতোই হোক না বড় মায়ের কাছে;
ছেলেবেলার সেই ছোট্ট ছোট্ট আবদারগুলো থেকেই যায়-
যা খুশিতে ভরিয়ে দেয় মন।
মায়ের কোলে ক্লান্তিতে ঘুমিয়ে পড়া; মায়ের হাতে মাখা ভাত-
সবই সীমাহীন মাতৃ ভালবাসা।
“মা” তো রাখবে জড়িয়ে তবে সন্তানরাও যেন-
“সীমাহীন মাতৃ ভালবাসা” রাখে হৃদয় মাঝে কখনো যেন;
বেইমানের ন্যায় ভুলে না যায়।
মায়ের ভালবাসা এতোই গভীর যে থাকে না কোন ভাষা-
‘মা’ কে নিয়ে কিছু লিখবার শুধুই যায় অনুভব করা।
ভাল থাকুক ধরিত্রীর সকল মা!