দাউ দাউ করে জ্বলছে অগ্নি।
অগ্নির তাপ থেকে-
হয় যে দূরে থাকা।
আসেনা যাওয়া-
অগ্নির তাপের সম্মুখে।
অথচ সেই অগ্নির কাছেই-
সৃষ্টির বিনাশ নয়তো ;
আঁধারে পথের দিশা।
......
প্রাণহীন নিথর দেহ।
নিষ্ঠুর ভাবে-
দেহটিকে সাদা কাপড়ে মুড়ে;
অগ্নিতে দেয় ছুঁড়ে।
সেই নিথর দেহটি -
অগ্নিতে পুড়ে হতে থাকে নিঃশেষ!
নিথর তবু তো দেহটি ;
কাছের মানুষের।
হয়তো বাবা-মা, ভালবাসার মানুষটির-
কিংবা ঐন্দ্রিলার মতো সন্তানের!
কি যে বীভৎস ক্ষণ সেই ক্ষণ-
বেঁচে থাকার মানুষগুলোর কাছে!
কেন আসে জীবনে সেই বীভৎস ক্ষণ-
যায় না যে সহ্য করা সেই ক্ষণ!
কেন মানুষটির দেহ-
অগ্নিতে হয় নিঃশেষ।
পড়ে থাকে শুধুই মস্তকের ছাইটুকু!
জীবনের সেই বীভৎস ক্ষণ -
সহ্য করার ক্ষমতা থাকুক প্রতিটি প্রাণের!