সময়! একটু সময়!
আবেগ, যন্ত্রণা, শূন্যতা ভরা আবেদন।
বসবাসের স্থায়ী আশ্রয়।
হৃদস্প্দন চলছে স্বাভাবিক।
নিজের সঙ্গী শুধুই নিজের।
রাত থেকে দিন, দিন থেকে রাত -
নিজের সাথেই নিজের বাস।
.........
মন খারাপ, একাকিত্ব, হতাশা -
বিষন্নতায় কেউ আসেনি পাশে।
সবাই ব্যস্ত নিজের জীবন নিয়ে।
কারোর নেই একটু সময়।
আজ এক প্রাণ প্রদীপ নিভে গেল -
প্রকাশ্যে!
এমন করে অপ্রকাশ্যে কতো প্রাণ -
শেষ করে দেয় নিজেদের;
সময়! একটু সময়! এর অভাবে।
না চাইলে দেখতে ফাঁসিতে ঝুলন্ত;
হাতের শিরা কিংবা গুলিতে নিথর -
প্রিয় জনের দেহটি;
সময়! একটু সময়! দাও মানুষটিকে!