ভালবেসে তোমায় -
হাসতে পারি।
ভালবেসে তোমায় -
কাঁদতে পারি।
ভালবেসে তোমায় -
জীবন রাখতে পারি বাজি।
ভালবেসে তোমায় -
শেষ আশ্রয় তোমার মাঝেই যেন হয়।
তুমি প্রিয়; তুমিই অবলম্বন!
হে! আমার দেশ।
তোমায় ভালবেসে;
ভাষার জন্য দিলো অনেক তাজা প্রাণ -
ভাষা আন্দোলনে।
তোমায় ভালবেসে;
লাখো প্রাণের রক্তধারা মুক্তিযুদ্ধে!
ভালবাসি তোমায় প্রিয়;
হে! আমার দেশ।
ভালবাসি!