নিয়মের গতিপথে-
বছর 24 শেষ হয়ে এসেছে 25।
প্রত্যাশা প্রত্যেকের সারা বছর যেন কাটে ভাল।
সম্ভব তো হয়না কখনো সেই চাওয়া।
মানব অনুভূতি মানেই কিছু সুখ কিছু দুঃখ।
জীবনে চলার পথ মানবের;
কখনো সহজ কখনো কঠিন।-
মানবের প্রাপ্তিতে-
কখনো প্রাপ্তি কখনো অপ্রাপ্তি!
জীবনে আমার 2024-
কিছু ছিল সুখের প্রাপ্তি।
সেই প্রাপ্তির মাঝেই যে ছিল প্রাপ্তির তৃপ্তি।
জীবনে কখনো বাবা মা এর অবদান-
কোন শব্দ কোন অনুভূতির মাধ্যমেও;
যায়না প্রকাশ করা এমনকি-
তাঁদের প্রতি ভালবাসাও হয়না প্রকাশ করা।
বছর গেল বড়দিনে-
বাবা-মা কে দিয়েছি "সেরা বাবা-দাদু" এবং;
"সেরা মা-দিদা" ক্রেস্ট।
খুব খুশি হয়েছিল সেদিন তাঁরা।
সবথেকে বড় প্রাপ্তি-
রাত 31 ডিসেম্বর আকাশে দেখেছি আতশবাজি;
পরিবারের দুই বড় ছায়াকে নিয়ে সুস্থ শরীরে।
ভাল থাকুক আর অনেক বছর বেঁচে থাকে যেন-
সবার "বাবা- মা" নামক দুটি ছায়া!