জন্মধাত্রী মায়ের অসহ্য প্রসব বেদনায়-
প্রথম আঁখি মেলে পৃথিবীতে আগমন।
স্নেহ, ভালবাসা আর মায়ের শাসনের ছায়ায়;
বড় হয়ে শারীরিক আর চেতনায়-
নিজের জীবনের সাথে জীবনসঙ্গীর বন্ধন।
ধীরে ধীরে মায়ের থেকে বিচ্যুত হওয়া।
মায়ের সাথে হয়না গল্প করা, তাঁর আদর পাওয়া।
সেই ছেলেবেলার মতো হয়না আবদার-
মা আজ তোমার হাতে খাবো; আঁচলে মুছবো মুখ;
কোলে মাথা রেখে ঘুমাবো!
শুধুই নিজেদের জীবন আর সন্তান।
"মৃত্যু" সবাইকে হয় করতে বরন।
যখন মা ছায়া থাকেনা জীবনে-
কয়েকদিন শোক করে পালন;
মায়ের ব্যবহৃত জিনিস তখন জঞ্জাল।
সব জঞ্জাল সরিয়ে ঘরকে পরিচ্ছন্ন করে-
নিজেদের প্রয়োজনে ঘরকে গোছানো।
আঁখির আড়ালে তাইতো মনের বহিরাগমন।
সময়ের বহমানের সাথে সাথে ভুলে যাওয়া "মা" কে!
বড্ড অদ্ভুত আজকালের সন্তানেরা।
মা "মৃত্যু" হলেই ভুলে থাকা!
"মা" ছাড়া কি হতো দুনিয়ায় আসা।
"হাইরে! সন্তান।"