পাথরে পাথরে সংঘর্ষে উৎপত্তি অগ্নি।
লজ্জা নিবারনের প্রচেষ্টায় কাপড় তৈরি।
কাচা মাংস অগ্নিতে ঝলসিয়ে খাওয়া।
এমন করেই বনে থাকা মানব-
হয়েছে সভ্য জাতি!
সেই কতো যুগ পেরিয়ে-
মানব আজ সভ্যতার উচ্চ শিখরে সম্মানিত।
হায় রে সভ্যতা!
যতো সভ্যতা যাচ্ছে এগিয়ে ডিজিটাল-
রঙ্গিন দুনিয়ায়; মানব হারাচ্ছে আজ তাঁদের সভ্যতা।
নিজে হয়ে অসম্মানিত-মা বাবাকে করছে কলঙ্কিত।
ডিজিটাল যুগে একটি মাধ্যম "লাইভ" করা।
মানুষ তখন যদি সামাজিক মাধ্যমে স্বকীয়-
"লাইভ" এ যুক্ত হয়ে মজা নেয় করছে যে কি।
না হোক সরাসরি স্পর্শ- দূর থেকে হচ্ছে বিনোদন!
মেয়েরা সম্পূর্ণ না দেখালেও নিজেদের শরীর-
অঙ্গভঙ্গি করে সেই কামনার।
আর ছেলেরাও কম যায় না।
চাদরে ঢেকে নিজেকে; নাই বা হলো বলা!
এসব দেখলে এতো ঘেন্না আসে-
নারী আর পুরুষ জাতির উপর! ছি!
সভ্যতার বর্বরতা থামিয়ে-
ফিরে এসো তোমরা সত্যিকারের সভ্যতায়!
সৃষ্টিকর্তার কাছে কেমন করে দেবে জীবনের হিসেব!