সময়, অনুভূতি কিংবা-
জীবনের ক্ষণ-সে তো ক্ষণিক বাদে;
যায় যে হয়ে অতীত যা-
আখ্যায়িত "স্মৃতি" সম্বোধনে।
কিছু কিছু ক্ষণ যায় যে দাগ কেটে-
মনের গহীনে যা কখনো হয়না অতীত স্মৃতি।
.......
প্রভাতের কিরণে-
আঁধার কেটে হচ্ছে আলোকিত।
পাখিরা সুমধুর কণ্ঠে সুরে সুরে-
যাচ্ছে গেয়ে গান।
নির্মল, প্রশান্তিময় আর নিরিবিলি পরিবেশ।
শুধুই যে তুমি আর আমি।
বিস্তৃত মাঠ-
দুটি ভালবাসাময় হস্তের পরশ হয়েছে এক।
তোমার কোমল হস্ত ধরে যাচ্ছি হেঁটে।
সুখানুভূতির বাতায়ন দিয়েছে ছুঁয়ে।
কিছু সময় বাদে সেই ক্ষণ হবে না "অতীত স্মৃতি"।
মনের গহীনে সেই ক্ষণ আসবে ফিরে বারে বারে।
হবে অনুভূত হাঁটছি তোমারি হস্ত ধরে অনন্তকাল।