"মা"-
বের হবো! নাস্তা তৈরি!
"মা"
আজ এই পোশাকটা পড়বো! ইস্ত্রি করা তো!
বলতে না বলতেই সব হাজির।
এটাই মা!
সময় হলে -
ফোন দিয়ে বলা;
খেয়ে নিস ঠিকভাবে! রোদে ঘুরবি না বেশি।
এটাই মা!
সময়ের চেয়ে বেশি হলে দেরি -
অস্থির হয়ে বার বার ফোন দেয়া;আসবি কখন।
এটাই মা!
সন্তানের বিশেষ দিনে-
নিজের হাতে রান্না করে অপেক্ষা করা।
এটাই মা!
সন্তান হলে বড় -
নিজের পরিসরে থেকে;
চায়না সেইকেলের মা এর সাথে-
এক দন্ড গল্প করতে, সময় দিতে!
মা এর গুছিয়ে রাখা, ফোন না আসা-
সেই মা!
যেদিন হবে নীরব-
বুঝবে সেইদিন; আর পারবেনা ফেরাতে!