দিনের আলো নিভে-
রাতের আঁধার তবু;
আকাশ জুড়ে থাকে -
এক স্নিগ্ধ আলোর খেলা শুধু;
অমাবস্যা ব্যতীত!
সেই মুহূর্ত যেন মনকেও;
গ্রাস করে গভীর থেকে গভীরতর আঁধারে।
......
সুরের দুটি সূর্য গেল নিভে।
আর কোন দিন ছড়াবে না সুরের কিরণ।
ভাসাবে না অনুভূতির মূর্ছনায়!
তাদের গান শুনেই -
মানব মন কখনো প্রেমময় কখনো;
সুরের মূর্ছনায় বিরহে অবগাহন।
কে ভাসাবে মনকে অনুভূতির মূর্ছনায়!
নিভে গিয়েও অমলিন স্মৃতি;
হয়েই থেকে যাবে অনুভূতির মূর্ছনায়।
তাদের সুরেই প্রেম আবার বিরহ!
ভাল থেকো সুরের দুই সূর্য;
সুর আর অনুভূতির মাঝে -
হে! লতা আর সন্ধ্যা!