দিনের আলো কেটে;
রাতের আঁধার হয় ঘূর্ণিভূত!
আলোকিত হয় পুরো পৃথিবী;
ইলেকট্রিক বাতির আলোর মধ্য দিয়ে।
জায়গায় কিছু অবশ্য পৌছায় না আলো।
বাসা, রাস্তা কিছু থাকে আঁধারে ঢেকে।
আঁধারে যেন -
নিজের সাথে নিজের আত্মসমর্পন।
নিজের অনুভূতির সাথে কাটানো সময়।
.....
বাহ্যিক পরিবেশ না হয় আলোকিত;
ইলেকট্রিক বাতির আলোর মধ্য দিয়ে তবে -
মনের ঘরের আলো;
নিজেকেই হয় যে জ্বালাতে।
সেই ঘরে না জ্বালালে আলো ;
থেকে যায় আঁধার হয়ে!
জ্বালাও আলো ;
আঁধার, ভয়, দ্বিধা, সংকোচ কাটিয়ে -
উঠো জেগে।
জ্বালাও আলো -
আলোকিত করো চারপাশ!