প্রকৃতির প্রভাত বেলা কিংবা -
পড়ন্ত দুপুর, গোধূলি লগ্নে কিংবা;
রাতের আঁধারে;
নিশ্চিন্ত, পরম শান্তিতে -
কাছের, আপন কিংবা ভালবাসার মানুষটি;
আছে যে ঘুমিয়ে।
সেই ঘুম কোনদিন আর ভাঙবে না।
ছিন্ন করেছে সকল বন্ধন।
চোখের সামনে শুধু আত্মাহীন দেহ -
কেউ দেয় পুড়িয়ে, কেউ দেয় কবর;
কেউ বা বন্দী করে কফিনে!
আত্মা তো মুক্ত, স্বাধীন!
আত্মার নেই কোন মৃত্যু।
আত্মা অমর।
শান্তিতে পরমাত্মায় -
আরেক দেহে করে অধিষ্ঠিত;
কিংবা মুক্ত হয়ে আড়াল থেকে দেখে -
ফেলে আসা কাছের, আপন আর;
ভালবাসার মানুষগুলোকে।
শান্তিতে পরমাত্মায়;
প্রতিটি আত্মা পায় যেন চিরপ্রশান্তি!
ফিরে না এলেও নবরূপে জীবনে;
শান্তিতে থাকে যেন দূর আকাশের নক্ষত্র হয়ে!