তোমাকেই খুঁজি -
সৃষ্টিতে।
তোমাকেই খুঁজি -
বিনাশে।
তোমাকেই খুঁজি -
ভালবাসায়।
তোমাকেই খুঁজি -
স্নিগ্ধ, কোমলতা আর পরম মমতায়।
শুধুই তোমাকে খুঁজে ফেরা।
তুমি এক শব্দে " নারী"।
কন্যা, ললনা, প্রেয়সী, বোন, স্ত্রী, মা!
কতো কোমলতা, স্নিগ্ধতা তোমায় জুড়ে।
তোমার মাঝেই সৃষ্টি হয় এক নতুন প্রাণ।
তুমি অন্যনা!
তুমি নারী!
তুমি যেমন দাও ভালবাসা তেমনি তুমি;
জ্বলে উঠো অগ্নির ন্যায়।
নারী!
থেকো না বদ্ধ দুয়ারে।
সকল বাধা দূর করে বেরিয়ে এসো;
আলোর পথে।
নারী!
তোমায় জানাই শ্রদ্ধা, ভালবাসা, সম্মান।