“আঁধারে খুঁজে ফেরা”


আঁধার!
শুধুই কি আঁধার ঘর আর রাতের আলোহীন অবস্থা।
আঁধার!
আসতে পারে মানবের ভাবনা আর অনুভূতিতেও।
আঁধারে খুঁজে ফেরা মানে-
অজানায় হাতরে বেড়ানো।
সেই আঁধারে একটি মানব খুঁজতে পারে;
দিয়াশলাইয়ের বাক্স,মোবাইল কিংবা সুইচ বোর্ড।
আলোর একটুখানি স্ফুলিঙ্গ দূরীভূত করে সকল আঁধার!
তবে জীবনের কিছু মুহূর্ত মানব-
ভালবাসে কাটাতে আঁধারে।
লাগেনা ভাল তখন আলোর আলোকিত স্পর্শ।
কেটে যায় সেই আঁধার নিজের অনুভূতিকে সঙ্গী করে।
সেই আঁধারের ক্ষণ হতে পারে;
কখনো ভালবাসার কখনো বিরহের!
তাইতো সেই আঁধারে খুঁজে ফেরা-
নিজেকে;
নিজের আবেগ, অনুভূতি-
ভালবাসার মানুষটির অস্তিত্ব অনুভব;
ভালবাসার মানুষটিকে নিজের একান্তে পাওয়া!
আঁধারে খুঁজে ফেরা সেই মুহূর্তগুলো-
হোক শুধুই একান্ত নিজের!