পুতুল, সন্তান, প্রেয়সী ;
কাছের মানুষকে রাখতে যে হয় সাজিয়ে -
নিজের মনের মণিকোঠায়!
যত্নে, আগলে রেখে -
মুগ্ধ নয়নে শুধুই দেখে যাওয়া।
সাজিয়ে দেয়া নিজের মনের মতো করে।
.......
প্রিয়া!
এসো না একটিবার; বসো আমারি পাশে।
আজ খুব ইচ্ছে করছে -
তোমায় নিজের হাতে সাজিয়ে দিতে।
তোমার খোলা চুলে -
পরিয়ে দিবো বেলী ফুলের মালা।
দিবো ঝুমকো তোমার ঐ কানে।
হাতে দিবো কাঁচের চুড়ি।
পায়েল দিবো পড়িয়ে তোমার পায়ে।
পড়বে তুমি সাদা লাল পাড়ের শাড়ি।
কপালে টিপ; আঁখিতে কাজল।
তোমায় সাজিয়ে -
দেখবো শুধুই প্রাণ ভরে!
নতুন করে তোমার কানে -
মুখ লুকিয়ে বলবো "ভালবাসি প্রিয়া"।