ছন্দ বিহীন-
সবকিছুর মাঝে বিরাজমান বিষাদ।
লাগেনা কিছুই ভালো।
যায় যে বিলীন হয়ে দূর থেকে দূরে।
ছন্দে লেখা কবিতা -
ছন্দে গাওয়া গান ;
থেকে যায় প্রাণ জুড়ে।
হিন্দি গান শ্রবণে-
সেই গানের ছন্দে সত্যি;
দুলে উঠে শরীর।
ইচ্ছে জাগে সেই গানের ছন্দে -
নেচে উঠতে।
সেই সাথে বাংলা গানে -
অনুভূতিতে পূর্ণ।
জীবনে যখন আসে বিষাদ কিংবা প্রেম -
সেই মুহূর্তে ছন্দ না অনুভূতি!
হয়তো অনুভূতি মিশে হয় একাকার ছন্দে।
ছন্দ না অনুভূতি-
জাগায় প্রেরণা বেঁচে থাকবার।
ছন্দ না অনুভূতি-
প্রেমের শিহরণ জাগায় মনের মাঝে!
ছন্দ আর অনুভূতি-
দুই নিয়েই জীবনের অংশ!