মানব -
সে তো এক সভ্য জাতি।
নিজেদের আব্রু করতে রক্ষা;
পরিধান করে পোশাক।
ক্ষুধা পেলে ঠিক নেয় খাবার করে প্রস্তুত।
শিক্ষার আলোয় নিজেকে করে আলোকিত।
দিন শেষে রাতের লগ্নে -
নিজেদের ঠাঁই করে নেয় বাসস্থানে;
খোলা আকাশের নিচে বাস যাঁদের তাঁদের বিহীন।
.....
যাদের জন্য "মানব" সভ্য -
সেই অন্তরালে থাকা মানুষগুলোর;
সারাদিনের ঘাম ঝরানো কষ্ট -
কতজন "মানব" কৃতজ্ঞতা স্বীকার করে;
তাদের এই অবদানের জন্য!
তাদের দেয় প্রাপ্ত সম্মানটুকু।
সহমর্মিতা নিয়ে তাঁদের কষ্টে এগিয়ে আসে।
পোশাক শ্রমিক, কৃষক,
শিক্ষক,গৃহনির্মাতা,রিক্সা চালক-
মুচি, ওয়েটার:এই মানুষগুলোর;
অক্লান্ত পরিশ্রমের জন্যই "মানব" আজ সভ্য।
এই মানুষগুলো থেকে যায় অবহেলিত আর কষ্টে।
তাঁদের কাছে সম্মানটুকুই সম্বল।
প্রাপ্য সম্মানটুকু যেন দেই তাঁদের।
তাঁরাই যে আমাদের আলোর দিশার কান্ডারী!