“অবুঝ হৃদয়ের রক্তিম ভালবাসা”
নির্ঘুম রাত!
জেগে আছি একা আমি; রাতের নিস্তব্দতা আমায় রেখেছে জড়িয়ে।
হঠাৎ খেয়াল করলাম জানালার কাঁচ ছুঁয়ে গেল বৃষ্টিধারা।
বন্ধ জানালা খুলে দিয়ে হাত বাড়িয়ে স্পর্শ করলাম বৃষ্টিধারা।
জানিনা কেন আজ এই বৃষ্টিধারা আমার দুই নয়নেও এনেছে;
হৃদয়ের কোণে জমে থাকা হাজারো কষ্টের অশ্রুধারা।
বার বার কর্ণে ভেসে আসছে একটি বাক্য;
“তোমায় ভালবেসেছি হৃদয় দিয়ে আর তোমাকেই ভালবেসে যাবো”।
বলে দাও তুমি; কি করে করতাম গ্রহণ তোমার ভালবাসা? তুমি যে বয়সে ছোট।
ভাবিনি সেইদিনের অপ্রিয় কথাগুলো তোমায় কেড়ে নিবে আমার জীবন থেকে!
আজো মনে পড়ে সেই রাতের তোমার ইচ্ছের কথা।
বুঝিনি সেই ইচ্ছেটাই ছিল শেষ ইচ্ছে আমার কাছে।
তুমি বলেছিলে “ছাদে আমার কাঁধে মাথা রেখে পূর্ণিমা দেখবে”
আমি তোমার ইচ্ছের কর্ণপাত না করে বরং করেছিলাম অনেক অপমান;
তোমার অবুঝ ভালবাসার জন্য!
সমাজ আর পরিবারের রীতি-নীতির কোনদিন মানতো না আমাদের ভালবাসা!
আজ বুঝতে পারছি তোমার ভালবাসা অবুঝ হলেও ছিল পবিত্র।
কিন্তু আজ সবকিছুই মূল্যহীন; তুমিই তো নেই আর এই পৃথিবীতে।
যতক্ষণ আছে এই দেহে প্রাণ; অনুভব করাবে তোমার অস্তিত্ব প্রতিক্ষণ।
আমায় ভালবেসে জড়িয়ে রেখো না ফেরার দেশের থেকেও।
আজ এই রাতের আকাশকে সাক্ষী রেখে জানিয়ে দিতে চাই তোমায়;
পাগলি আমার! অনেক ভালবাসি তোকে; অন্য জন্মে আমি হবো শুধু তোর।