শরৎ এর ভোর।
জাগিয়ে দেয় মিষ্টি স্নিগ্ধ রোদ,পাখির কণ্ঠ।
নদীর পাড় জুড়ে কাশ আর -
গাছ জুড়ে শিউলি ফুল।
শুভ্র মেঘে আচ্ছন্ন আকাশ।
.......
দুজন আজ বসে পাশাপাশি -
নদীর ধারে।
আমার কাঁধ ছুঁয়েছে তোমার মাথা।
আমার হাত রেখেছে ছুঁয়ে তোমায়।
মৃদু হওয়ায় দুলছে তোমার চুল।
গোধূলির রঙে রক্তিম আকাশ।
আমাদের ভুবন জুড়ে রক্তিম আভা।
সে রক্তিম আবরণ কি বিরহের -
না প্রিয়তমা!
সেই রক্তিম আভা আমাদের ভালবাসার রং।