শব্দ!
লিখতে কতো ছোট্ট অথচ গভীরতা বিশাল।
শব্দবিহীন কোন অনুভূতি-
হতো না লিখা হতো না বলা হতো না শোনা।
আধো আধো বুলিতে প্রথম "মা" শব্দ।
শব্দের সাথেই যেন মিশে কতো অনুভূতি!
শব্দ! কখনো সুখের কখনো দুঃখের কখনো ভয়ের সঞ্চার।
শব্দ! প্রেম, স্নেহে কখনো মিলন কখনো বিচ্ছেদ।
শব্দ! প্রেরণায় কখনো উদ্দীপনা কখনো পিছিয়ে পড়া।
শব্দ! কখনো সৃষ্টি কখনো চিরতরে বিসর্জন।
জীবনে চলার পথে যে শব্দ-
আমাদের অনুভূতিকে প্রভাবিত করে;
সেই শব্দ যদি শব্দবিহীন হয়-
আমাদের উপর থাকেনা শব্দের কোন প্রভাব।
টিভিতে না থাকলে চ্যানেল- ঝিরঝির শব্দ হয় সৃষ্টি।
সেই শব্দ সত্যি বড্ড বিরক্তিকর।
রিমোটের 'মিউট' অপশন করলে ব্যবহার-
সেই ঝিরঝির শব্দের কোন প্রভাব পড়েনা।
ঠিক জীবনে তেমনি কিছু সময়;
শব্দবিহীন প্রতিক্রিয়া প্রয়োগ করা।
অনুভূতিকে প্রভাবিত করে এমন শব্দ-
শব্দবিহীন হয়েই থাকে যেন জীবনে।
শব্দবিহীন প্রতিক্রিয়া মনকে প্রশান্ত, স্থির রাখে!