“নারীশক্তির জয়গান”
“নারী” যা প্রাচীনকালের অবহেলিত আর নির্যাতিত জাতি।
শারীরিকভাবে নারী সর্বদা দুর্বল পুরুষের শারীরিক গঠনের কাছে।
যুগের হয়েছে পরিবর্তন; বদলেছে চিন্তাচেতনা নারীর প্রতি!
আকাশচুম্বী সাফল্য পদচুম্বন করছে নারীদের।
আকাশ, স্থল আর নদী পথের দিকনির্দেশনা দিচ্ছে এক নারী।
নারীর বাহ্যিক আর হৃদয়ের সৌন্দর্য অতুলনীয়!
নারী চালাচ্ছেন একটি দেশ; নারীর গর্ভে আসে আগামীর বংশধর।
নারী রূপে লক্ষ্মী; নারী রূপে সরস্বতী; নারী রূপে মা দুর্গা; নারী রূপে অন্নপূর্ণা!
“নারী” যারা পারে সর্বদা নিজেদের আত্মসম্মান রক্ষা করতে।
কেউ তাদের চরিত্রে দাগ দিলে “মা কালীর” মতো নাশ করে প্রাণ।
নারী মানেই স্নিগ্ধতা আর মাতৃতে সর্বদা পরিপূর্ণ।
নারীরা পারে একটি সংসারকে মমতা আর ভালোবাসার উষ্ণতায় বেঁধে রাখতে!
নারীর মাঝে আছে সবাইকে আপন করার গুণ।
নারীই পারে ভালবাসা দিয়ে জীবনসঙ্গীকে আগলে রাখতে নিজের প্রাণ আছে যতক্ষণ।
কখনো কখনো নিজের খারাপলাগা লুকিয়ে রেখে সবার সামনে হাসতে পারে নারী জাতি।
নারী জাতি পারে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে বাঁচাতে।
তাইতো আজ নারীশক্তির জয়গান চারদিকে মুখরিত!
যে পুরুষ জাতি! নারীদেরকে সম্মান করতে শেখো।
নারীরা তোমাদের সহযোদ্ধা; নারীরা শুধু তোমাদের কামনার বস্তু নয়।
নারীদেরকে সম্মান আর ভালবেসে দেখো একটিবার বিনিময়ে পাবে সীমাহীন ভালবাসা।
[কাল “নারী দিবস “। অসুস্থ বলে আগেই পোস্ট করে দিলাম। হে! সকল নারী এগিয়ে চলো অনেক দূর]