স্তম্ভ!
হোক প্রাণ সৃষ্টি থেকে নিথর কিংবা-
সম্পর্কের বন্ধন নয়তো বিচ্ছেদে মূল বিন্দু।
"স্তম্ভ" ঠিক যেন-
গাছের 'শেকর', ফসল সৃষ্টির 'মাটির' ন্যায়।
..........
দুটি মানবের মনের হয় আদান প্রদান-
গোলাপ দিয়ে গোলাপ দিবসে "7ই ফেব্রুয়ারি"।
সেই গোলাপ হাতে প্রোপোস করা "8ই ফেব্রুয়ারি"।
প্রিয় মানুষটির ঠোঁটে ফোঁটাতে হাসি-
দেয়া হয় চকলেট "9ই ফেব্রুয়ারি"
প্রানোচ্ছল করতে দেয়া হয় টেডি পুতুল "10ই ফেব্রুয়ারি"।
সারাজীবন একসাথে থেকে;
ভালবেসে যাবার প্রমিস করে "11ই ফেব্রুয়ারি"।
ভালবাসার উষ্ণতায়;
নেয়া হয় জড়িয়ে মানুষটিকে "12ই ফেব্রুয়ারি"।
একটু আলতো ঠোঁটের ছোঁয়া দেয়া মানুষটিকে "13ই ফেব্রুয়ারি"।
আসে দুজন দুজনকে ভালবাসার দিবস "14ই ফেব্রুয়ারি"।
এমন করেই চলতে থাকে সম্পর্কের উত্থান পতন।
সম্পর্কের একেকটি স্তম্ভ হোক-
বিশ্বাস, ভরসা, বন্ধুত্ব আর ভালবাসার গাঁথুনিতে!