“সোনালি ভবিষ্যতের কাণ্ডারি"
শিক্ষক মানে;
কখনো স্নেহের বাঁধনে বাঁধা আবার কখনো শাসন।
শিক্ষক মানে;
সর্বদা গুরুগম্ভীর মুখশ্রী যেন হাসতে তাদের মানা!
শিক্ষক মানে;
বন্ধু, অভিভাবক, পিতৃ, মাতৃ কিংবা ভাতৃ সমতুল্য।
শিক্ষক মানে;
মানুষ তৈরির কারিগর।
শিক্ষক মানে;
সোনালি ভবিষ্যতের কাণ্ডারি।
শিক্ষক মানে;
পরীক্ষা; নাম্বার; পরীক্ষার খাতা নিয়ে ব্যস্তময় সারাবেলা।
শিক্ষক মানে;
কল্পনার জগতকে একপাশে রেখে বাস্তবতা দেখানো।
শিক্ষক মানে;
ভাষা কিংবা সাহিত্য তুলে ধরা শিক্ষার্থীদের মাঝে।
শিক্ষক মানে;
বিরামহীনভাবে ক্লাস নেয়া আর হাজারো প্রশ্নের ভাণ্ডার।
শিক্ষক মানে;
ক্লাসের শেষ দিনে ভারাক্রান্ত মন নিয়েও হাসি মুখে কথা বলা আর অশ্রুসজল আঁখি।
হে শিক্ষক!
আপনি থাকবেন এমনি শ্রদ্ধাভাজন ব্যক্তি হয়ে সকল শিক্ষার্থীদের মাঝে!