ধরিত্রীর আঁধার কাটছে যখন;
প্রভাতের স্নিগ্ধ কিরনে-
পাখিরা যাচ্ছে গেয়ে প্রভাতের গান।
সেই স্নিগ্ধ লগ্নে নয়ন দুটি মেলে-
সারাদিনের অক্লান্ত কায়িক শ্রমের সূচনা।
গাঁয়ের মাঠ, খেত, দোকান কিংবা;
নগরীর উঁচু উঁচু বিল্ডিং,রাস্তা, অফিস, প্রতিষ্ঠান-
রেস্টুরেন্ট, অলিতে গলিতে;
জীবন চলার পথে শুধু আর্থিক সচ্ছলতা-
খেয়ে পড়ে বেঁচে থাকার;
সংগ্রামে প্রতিদিনের এই লড়াই!
বিদ্রোহ, প্রতিবাদ, ভ্রাতৃত্ব, ঐক্য আর সাম্যের-
উজ্জ্বল, অমলিন-
চিরন্তন প্রতিক "কাজী নজরুল ইসলাম"
দিয়েছিলেন সাহস, প্রেরণা এগিয়ে যেতে;
পেরিয়ে সকল শৃঙ্খল!
অন্তরে তখন অনুরণিত নজরুলের সৃষ্টি কালজয়ী গান।
শৃঙ্খল পেরিয়ে;
জীবনে মুক্তি, মনোবলে স্বাধীনতা।
বন্ধনে ভ্রাতৃত্ব, সবার মাঝে সাম্য আর;
এগিয়ে যাবার ঐক্য!
হে! নজরুল! এমনি করে দিয়ো-
জীবনে বেঁচে থাকার লড়াইয়ে প্রেরণা হয়ে!