প্রকৃতির রূপ বদলে-
ধরিত্রীতে আগমন শীতের।
শীতের হিমেল বাতায়ন।
রাত ক্রমাগত হয় ঘূর্ণিভুত।
শীতের গতিবেগ বাড়ে ততোই ক্রমাগত।
............
"এই দেখ! বাবা আমায় আজ-
অনেক দামি শীতের এই হুডি কিনে দিয়েছে।
হুডি পড়ে ফেইসবুকে ছবি দিয়েছি!
সবাই বলছে দোস্ত কত দাম এই হুডির"
ছাওয়াল আমায় ডেকে বলে-
"বাজান বড্ড কাঁপন লাগে রাইতে।
দাওনা বাজান একটা ঐ যে পড়ছে হেইডা কিন্না"
শুইনা আমার ছাওয়ালের কথা-
বুকটা ফাইট্টা যাইতাচ্ছে।
হে দয়াময়! আমাগো মতো রাস্তার ফকিরের-
সাধ থাকতে নাই।
ছাওয়ালরে শীতের হরমটাও দিতে পারিনা।
বাজান রে!
সাধ্যের উর্ধে কেমনে যাইতাম।
লো বাজান- তোর বাজানের লুঙ্গিটা লো।
তোরে জড়াইয়া রাহুম আমার ভিত্তরের হরমে।
দেহিস বাজান কাঁপন লাগবো না!