জীবনের পথচলায় -
কল্পনা; বড্ড প্রশান্তির, আনন্দের।
সব কিছুই সম্ভব এই কল্পনায়-
বাস্তবতার নেই রূঢ়তা।
......
ছোট্ট কলিজার টুকরোকে;
রাখতে ভুলিয়ে,খাওয়াতে ভয় দেখিয়ে-
সৃষ্টি আমার "ছোট্ট দুই পেত্নী"
দেখতে তারা খুব মিষ্টি।
আছে ছোট্ট দুটো পাখা।
খায় তারা "লতাপাতা"।
করে না কো আক্রমণ।
থাকে বসে শুধু মানবের দুই ঘাড়ে।
হাতে করে নিয়ে রাখি মাটিতে।
যখন বলি যেতে চলে; যায় যে চলে উড়ে উড়ে।
মিষ্টি দুটি সেই ছোট্ট পেত্নীকে -
দেখি শুধু আমি; দেখে না তাদের আমার কলিজা।
কলিজা অজান্তেই খেলে তাদের সাথে।
থাকুক ভালো ছোট্ট দুটো পেত্নী!
               (বাচ্চা মানেই নিষ্পাপ। বাচ্চা পেত্নীগুলোও নিষ্পাপ।একটু আনন্দ দেবার জন্য সৃষ্টি)