ঘটে যাওয়া মুহূর্ত -
যায় না ফেরানো।
ঘটে যাওয়া মুহূর্ত -
যদি হয় মন খারাপের কারণ;
ইচ্ছে করে ফিরে পেতে -
সেই মুহূর্ত আরো একটি বার।
ইচ্ছে করে সেই মুহূর্ত, দিন -
শুরু হোক প্রথম থেকে।
আরেকটিবার হোক সুযোগ;
যা কিছু হয়েছে ভুল -
করে নিতে সংশোধন।
করতে অর্জন অনেকটা সাফল্য।
কাটাতে সেই ক্ষন অন্যভাবে।
কিছু মুহূর্ত গেলে কেটে -
কি হতে পারে এর ফলাফল;
একরাশ শূন্যতা ধরে ঘিরে।
ভেবে, চিন্তে, ঠান্ডা মস্তিষ্কে -
সজ্ঞানে হোক প্রতিটি মুহূর্ত কাটানো।
যেন চলে যাবার পর সেই ক্ষন -
না আসে আফসোস, শূন্যতা, মন খারাপ।
(কাল আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল।হয় নি আশারূপ। আরেকটু ঠান্ডা মাথায় ১ ঘণ্টা কাটালে ভাল হতো। আবার মুহূর্ত খুব আনতে ইচ্ছে করছে। মনটা খারাপ হয়ে আছে ভীষণ!)