লজ্জা -
অজান্তে কিংবা সজ্ঞানে;
ভুল করে অনুতপ্ত।
লজ্জা -
নিজের সম্ভ্রম; নিজের অস্তিত্ব।
লজ্জা -
ভালবেসে ভালবাসার মানুষটির স্পর্শে।
লজ্জা -
কখন কোন পরিস্থিতিতে পেতে হবে;
নিজের বিবেক থেকেই বুঝতে হবে।
........
বাবা- মা এর পরিচয় একটাই-
তাঁরা বাবা- মা; শ্রেষ্ঠ বাবা -মা!
শ্রেষ্ঠ না হলে কি পৃথিবীর আলো দেখতো;
কোন সন্তান!
জীবনের কঠিন পরিস্থিতিতে;
তোমার বাবা হতে পারে -
ড্রাইভার, মুচি, কুলি, পরিষ্কার কর্মী!
তোমার মা হতে পারে -
ইট ভাটার কর্মী, মানুষের বাসায় বাসায়;
থালা - বাসন, কাপড় পরিষ্কার কর্মী।
তাই বলে তোমার লজ্জা হবে সমাজের কাছে -
বাবা মা এর পরিচয় দিতে!
তোমায় শিক্ষিত করেছে-
শ্রম, সুখ বিসর্জনে।
হে! শিক্ষিত মানব সন্তানরা;
তোমরা লজ্জিত নয়;
তোমরা গর্বিত হও -
তোমাদের শ্রেষ্ঠ বাবা মা এর জন্য!