“অব্যক্ত অনুভূতি তোমার প্রতি”
চারদিকে বদ্ধ ছোট্ট একটি কক্ষ-
মাথার উপর পাখাটাও চলছেনা; শুধু জ্বলজ্বল করছে একটি প্রদীপ।
এমন কক্ষে দাঁড়িয়ে যেমন যেকোনো কথাই-
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আমারি কাছে।
আমার অব্যক্ত অনুভূতিগুলো অব্যক্ত হয়েই থেকে যায় !
আমাদের ভালবাসা বছরবিহীন তাই তো-
আমাদের ভালবাসা সীমাহীন!
ভালবাসায় থাকে কিছু মান-অভিমান , খুনসুটি , রাগ আর কিছু-
অব্যক্ত অনুভূতি যা বলা হয়না ভালবাসার মানুষটিকে।
আমারো হৃদয়ে আছে গোপন অব্যক্ত অনুভূতি তোমার প্রতি !
ইচ্ছে করে বার বার তোমার হাতে রাখতে হাত।
ইচ্ছে করে তোমার হাতের ভেতর দিয়ে হাত তোমার কাঁধে রাখি মাথা।
ইচ্ছে করে রিক্সায় তোমার সাথে কিছুটা পথ একসাথে চলতে।
ইচ্ছে করে আলতো করে আমার হাত দিয়ে ছুঁয়ে দিতে তোমার গাল।
ইচ্ছে করে তোমার ঘাম মুছে দিতে আমার উড়না দিয়ে।
ইচ্ছে করে নিজে তোমার সেবা করি।
ইচ্ছে করে সারাক্ষণ তোমায় পাশে বসিয়ে তোমার মিষ্টি মুখশ্রীর দিকে তাকিয়ে থাকি।
ইচ্ছে করে শীতের দিনে তোমার জ্যাকেট লাগিয়ে দিতে।
চাইনি জানতে দিতে তোমায় আমার এই অব্যক্ত অনুভূতিগুলো !
জানোই তো আমি একটু বেশি লাজুক-পারিনা বলতে মুখফুটে আমার অনুভূতি।
তবু আজ বলে দিলাম এই কবিতার মাঝে আমার অব্যক্ত অনুভূতিগুলো।
এই যা দুষ্টু।
আমি কি হয়েছি আজ লজ্জাহীন !
বলে রাখছি তোমায়;
আমার অব্যক্ত অনুভূতিগুলো রাখবে না মনে।
ফিরিয়ে দিও আমায়।
আমার অব্যক্ত অনুভূতিগুলো-
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসুক আমারি কাছে।
বদ্ধ ঘরে শুধু আমার হৃদয় জানুক-
ভালবাসি তোমায় পাগলের মতো সীমাহীনভাবে।