“অব্যক্ত অনুভূতি”
চাঁদবিহীন ঘুটঘুটে আঁধার আকাশ!
আঁধার আকাশের ন্যায় আমার মনের আকাশ আজ ভালবাসাশুন্য।
ভাবিনি কখনো তোকে ছাড়া শ্বাস নিতে পারবো; কিন্তু আমি দিব্যি ভাল আছি!
সময়ের সাথে সাথে আমার দুঃখগুলো আমার সাথে মানিয়ে নিয়েছে বেশ।
আজ এবছর পর ফ্রেমে বন্দী তোর আর আমার ছবি তোর কথা মনে করিয়ে দিল!
তোকে দেখে কখন যেন আঁখি থেকে গড়িয়ে পড়লো অশ্রুজল।
মনের মাঝে নতুন করে ভালবাসার ছোঁয়া অনুভব করছি!
তুই আর আমি ছিলাম আত্মার আত্মা; ছিলাম দুজন দুজনার।
কেমন আছিস মাধবীলতা? ভালোই তো আছিস নিজের স্বামীকে নিয়ে।
আমি পারবোনা কোনদিন তোকে দোষ দিতে; কেননা আমার বুঝবার ভুল ছিল।
আমাদের বন্ধুত্বের মাঝে নিজের আজান্তেই তোকে আমার পৃথিবী বানিয়েছিলাম।
তোর স্পর্শ পাবার আকাঙ্ক্ষায় ইচ্ছে করে অসুস্থ হতাম!
আমার হাসি ছিল তোর হাসি; আমার কান্না ছিল তোর কান্না।
কি করে বুঝবো বল সবই ছিল তোর বন্ধুত্বের গভীরতা?
ভেবেছিলাম তোকে আমার ভালবাসার কথা জানাবো।
ভাবিনি সেই দিনটা আমার জন্য হবে স্বপ্ন ভেঙ্গে যাবার দিন!
সেইদিন বিকেলের আকাশ সেজেছিল গোধূলির স্নিগ্ধ হলুদ আভায়।
ছিলাম বসে দুজন পাশাপাশি; তোর মাথা ছিল আমার কাঁধের উপর।
যেই তোকে বলতে যাবো ভালবাসার কথা তুই আমার হাতে দিলি তোর বিয়ের কার্ড।
আমার সমস্ত পৃথিবী দুমড়ে মুচড়ে গেলো; ভাষা হারিয়ে ফেলেছিলাম!
আমায় বললে “আমার বিয়েতে তোকে আসতেই হবে!”
আমার অব্যক্ত অনুভূতি তোর কাছে অজানা হয়েই থাকবে সারাজীবন।
আমার অব্যক্ত অনুভূতির পুরো পৃথিবী জুড়ে শুধু তুই।
আজো ভালবাসি অনেক তোকে মাধবীলতা-
শুধু আমার হয়ে থাকিস আমার ভালবাসার জগতে!