একজন এডিটর হিসেবে যখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের "তাল গাছ" কবিতাটি যোগ দেবার আগে সার্চ দিয়েছিলাম তখন কবিতাটি কোন টেকনিকেল কারণে হোক কিংবা শিরোনাম সার্চ দেবার সময় আমার মতো করে "তাল গাছ" শব্দ দুটি আলাদাভাবে লেখার জন্য আসেনি। আমি বর্ন অনুযায়ী সার্চ দিয়েও পাইনি।d যখন অন্য কবির থেকে মন্তব্য পেয়েছি তখন আমি বিষয়টি বলেছি। "খ্যাতিমান কবির" কোন কবিতা একবার প্রকাশ হলে সেটা মুছে ফেলবার অপশন কেন থাকবে না! "অপশন" নেই সেটা বিবেচনা না করে অভিযোগ উঠেছে সেই কবিতায়। আমি এডমিনের কাছে প্রার্থী "রবীন্দ্রনাথ ঠাকুরের "তাল গাছ" কাজী নজরুল ইসলামের "লিচু চোর" সুকুমার রায়ের " ও বাবা!" "ষোল আনাই মিছে" মুছে দেয়া হোক।
আলোচনাটি ৭৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৫/০৬/২০২১, ০৬:৩৩ মি: