“নামবিহীন সম্পর্ক”
সুখ কিংবা দুঃখে আছন্ন জীবন; সে তো চলে যায় আপন গতিতে সময়ের স্রোতে।
নশ্বর এই জীবনে চলার পথে মানবহৃদয় বাঁধা পড়ে সম্পর্কের নিরবিচ্ছিন্ন বন্ধনে।
জানি না কোথায় আছো কেমন আছো তুমি?
আমি যে তোমার নামও জানিনা!
শুধু মনে আছে তোমার সাথে আমার পরিচয়ের দিনটা।
সেইদিন ছিল আসলাম স্যারের বাংলা পরীক্ষা; তুমি বসেছিলে আমার পেছনের বেঞ্চে!
আমি বুঝিনি তুমি আমার খাতা দেখছিলে;
স্যার এসে ঢেকে দিয়েছিল প্রশ্নপত্র দিয়ে আমার খাতা।
অবশ্য পড়ে জেনেছিলাম তুমি আমার থেকেও অনেক কম পেয়েছিলে সেই পরীক্ষায়।
সেইথেকে তুমি আমার কাছেই নোট চাইতে অন্যদের কাছে থাকবার পরেও।
এইনিয়ে আমার বান্ধবীরা আমায় নিয়ে মজা করতো।
তুমি স্যারের কথা না শুনে থাকতে চেয়ে থাকতে অপলক দৃষ্টিতে আমার দিকে।
যখন হঠাৎ চোখে চোখ পড়তো তুমি লজ্জা পেয়ে সরিয়ে নিতে নিজেকে!
সর্বদা চেষ্টা করতে আমার সাথে মিলিয়ে কোচিং এর সময় নিতে;
তোমার সমস্যা থাকবার পরেও।
সেইদিনটা আজো মনে পড়ে অজান্তেই হেসে উঠি।
স্যার অনেক দেরিতে এসেছিল; সেইদিন কোন বিষয়ে আমি প্রাণখুলে হেসেছিলাম!
আমি বলতেও পারবো না তুমি কখন আমার দিকে অবিকলভাবে তাকিয়ে ছিলে।
আমার বান্ধবী আমায় বলেছিল কথাটা; তোমার দিকে তাকাতেই চোখ সরিয়ে নিলে তুমি।
ক্লাস শেষে আমার বের হবার জন্য অপেক্ষায় থাকতে।
তোমার সাথে কোন সম্পর্ক হবার আগেই সময় চলে গেলো; কোচিং শেষ হয়ে গেলো!
কোচিংয়ের শেষ দিনেও তুমি আমার সময়ের সাথে মিলিয়ে এসেছিলে।
তবু শেষদিনে দেখা হয়নি কেননা তোমার যাবার ১ ঘণ্টা আগেই এসেছিলাম!
খুঁজেছিলাম অনেক তোমায় ফেইসবুকে তবে পাইনি
কেননা তোমার নাম ছিল আমার অজানা।
সারাজীবন “নামবিহীন সম্পর্ক” হয়ে টিকে থাকবে আমাদের এই বন্ধন।
[সেই কোচিং এর পরে আজো সেই মানুষটির সাথে দেখা হয়নি। ভাল থাকুক সে]