"ভালবাসা" -
থাকে কি আবদ্ধ শুধুই;
"আমি তোমায় ভালবাসি" কিংবা -
"I love you" বাক্যের মাঝে!
ভালবাসা;
দেয় যে তৃপ্তি শুধুই অনুভবে -
কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা ব্যতীত।
........
ভালবাসা আমার!
যখন শুনি ভালবাসা শব্দটি;
তোমার মুখশ্রী ভেসে উঠে -
ঠোঁটে আমার তখন এক ঝলক হাসি।
তোমার স্পর্শে;
লজ্জা ফুটে উঠে আমার মুখশ্রীতে!
যখন মাথা রাখি তোমার বুকে;
সবথেকে শান্ত আর নিশ্চুপ আমি।
ভালবাসা আমাদের মুক্ত;
প্রকৃতির মতো আর বন্ধন;
আত্মার বন্ধন!
সীমাহীন পাগল ভালবাসায়;
রাখবো মুড়িয়ে তোমায় -
"ভালবাসা আমার! আমার আত্মা!"