আজ "মা" দিবস। আজকের দিনে খুব মনে পড়ছে ভার্সিটি জীবনে বার্ষিক পত্রিকায় আমার কবিতা প্রকাশিত হয়েছিল। সেদিন মা দিবস ছিল। সেটা মা এর জন্য মা দিবসের উপহার ছিল। এই বছর মা দিবসে আমার লেখা কবিতা "মাতৃত্বের শূন্যতা" বাংলা গশ্প কবিতা ডট কমে। সেটি এইবারের উপহার মায়ের জন্য। তাছাড়া আমি বিশ্বাস করি আমার "কবিসত্তা" মায়ের কাছ থেকে এসেছে কেননা মাতৃগর্ভ থেকেই সন্তান গুনাবলি পেয়ে থাকে। মা তাঁর ভার্সিটি জীবনে লেখালেখি করতো। "মা" দিবসে মা কে বলতে চাই মা ভালবাসি তোমায় তোমার এই ছোট্ট মেয়ে। তোমার এই ছোট্ট মেয়েকে বিয়ে দিতে খুব করে চাইছো তাই না!
আলোচনাটি ৯৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০৫/২০২১, ১৭:১০ মি: