ভাষা -
শুধুই কি কথামালার বহিপ্রকাশ!
ভাষা -
সে তো হতে পারে ইশারা।
ভাষা -
সে তো পারে হতে কোন ছবি।
ভাষা -
সে তো পারে হতে কোন প্রতীক।
মনের ভাষা -
মুখে না বললেও চোখের ভাষায়  মনের কথা!
মনের ভাষা -
সে তো পারে হতে "ভালবাসা"!
.....
"মনের ভাষা" আমাদের "ভালবাসা"!
ভালবেসেছি তোমার মন আর সেই ভাষা কে।
মুখের ভাষা নাই বা থাকলো তোমার;
মনের ভাষায় হাজার বার বলবো তোমায় -
"ভালবাসি! ভালবাসি! প্রিয়তমা।"
তোমার মিষ্টি হাসিটাও যে "অনুভূতির ভাষা"।
দেখো! তোমার মেয়েটাও -
তোমার সাথে কথা বলে;
ঠোঁটের আর মনের ভাষার ইশারায়।
এইতো আমাদের "ভালবাসা"!
মনের ভাষা "ভালবাসা"।
ভেবো না তোমায় করুণা করি আমরা।
সত্যি তোমায় আমরা "ভালবাসি" -
মনের ভাষায় অনুভূতির ভাষায়!