সৃষ্টির আদি।
সৃষ্টির অন্ত।
সম্মানের শ্রেষ্ঠতম স্থান।
শ্রবণে শান্তি।
ভাবনায় প্রেরণা।
বিপদে নিরাপদ আশ্রয়।
হতাশায় আশার দীপ্তি।
আঁখি যাঁর মায়াকারা।
মুখশ্রী যার মায়াবতী।
স্নিগ্ধতার স্নিগ্ধ অনন্যা সে।
হাসিতে যার অজস্র ঝরে যায় মুক্তা।
শাসন যার আদিতে অশ্রু অন্তে স্নেহের কোমলতা।
নামটি শুনলে যার; শ্রদ্ধায়, ভালবাসায়-
নত হয় মাথা!
নিঃসঙ্গতায়  তাঁর সঙ্গ সবথেকে বেশি চাওয়া।
কেঁদে হালকা হতে শক্ত করে তাঁরে জড়িয়ে ধরা!
সে আর কেউ নয়; সে যে নারী।
নারী- সে কখনো মা কখনো বোন।
কখনো কারোর অনুভূতির প্রেয়সী কখনো-
কারোর জীবনের জীবনসঙ্গী।
নারী! ভালাবাসার।
নারী! শাশ্বত।
নারী! মায়াবতী।
নারীদের দিন প্রতিদিন।
নারীদের সম্মান করা প্রতিদিনের।
নারী জীবনের সবথেকে বড় নেয়ামত।
নারী বিহীন সৃষ্টির পথ আঁধার।
নারী হোক-
জীবনের পথচলায়  জীবনের জীবনসঙ্গী!