জীবন চালাতে কর্মব্যস্ততা।
ছোট থেকে দেখেছি তোমায়;
সারাদিনের কর্মব্যস্ততা।
তোমার থেকে বাবাকে বেশি পেয়েছি।
বাবা এর কাছেই সব আবদার।
তবু একটু হলে অসুস্থ;
"মা! তাড়াতাড়ি এসো চলে"!
যখন তোমার কর্ম থেকে নিলে অবসর;
তুমি আমার সাহিত্যে সাফল্য-
কবি মিলন মেলার সঙ্গী।
ভালবাসি মা!
মা দিবসের অনেক অনেক ভালবাসা।
তোমারি কবি মেয়ে।