প্রভাতের আলো ফুটে-
রবি কিরণ ছড়িয়ে;
ধরিত্রী করে আলোকিত-
গোধূলিতে নিদ্রায় হয় নিমজ্জিত।
বৃক্ষকে সজ্জিত করে-
যে ফুল আর ফল;
দিনের পরিসমাপ্তিতে ফুলেরও অবসান।
আঁখি মেলে মানবের জন্ম-
নিশ্বাস হয়ে বন্ধ আঁখি করে নিমজ্জিত;
প্রাণের অবসান।
সময় হলে 24 ঘণ্টা-
একটি দিনের অবসান।
সত্যি জীবন বড্ড ক্ষণিকের।
তবু এই ছোট্ট জীবনে মায়া-
ভালবাসা, পিছুটান বড্ড বেশি।
ভালবাসার মানুষটির সঙ্গে সংসার জীবন।
কাউকে ছেড়ে যায় না থাকা এক মুহূর্ত!
জীবনে প্রাণে থাকে প্রেম আর নশ্বরে ভয়।
প্রাণের মানুষটার যতোদিন নিশ্বাস-
প্রেমে পূর্ণ জীবন অথচ অপঘাতে;
জীবন থেকে দেহ থেকে বেড়িয়ে অতৃপ্ত আত্মা-
কাছে এলে ভালবাসার মানুষটির;
ভূত! ভূত! বলে করে চিত্কার তাঁরই প্রিয়জন।
কেমন করে কবর কিংবা পুড়িয়ে-
মুক্তি মেলে অতৃপ্ত আত্মার থেকে সেই পথ খোঁজা।
এতোই যখন ভালবাসা প্রাণে-
নশ্বরে অতৃপ্ত আত্মাকে সঙ্গী করে;
যায় না কেন জীবন কাটানো!