গভীর রাত;
আকাশ পুরো ঘুটঘুটে আধাঁরে আচ্ছন্ন।
ক্লান্ত শরীর আর আঁখি জুড়ে অন্দ্রা।
কানে আসছে ভেসে -
নূপুরের ধ্বনি!
শরীর ছুঁয়ে দিল আচমকা শীতল সমীরণ।
গালে পেলাম স্পর্শ শীতল হস্তের।
আঁখি মেলে যেই তাকালাম;
সেজেগুজে আছো তুমি দাঁড়িয়ে।
হাতটি ধরে বললে আমায়;
"ওগো তোমায় যে ভালবাসি।
বড্ড শখ তোমার সাথে সংসার করবো।
আমায় করবে তো বিয়ে।
যা চাইবে তাই দিবো এনে।
বেশি কিছু না! খেয়ে দিয়ো;
মানুষের রক্ত আর কাঁচা মাছ।
তুমি যে বড্ড সুন্দর।
তোমায় আমার মনে ধরেছে।
ফাঁস দিয়া মরেছি পাইনাই বলে আমার প্রিয় রে!
তোমার সাথে করবো যে প্রেম;
এই অমাবস্যা আর পূর্ণিমার রাতে।
রাতের ক্ষণে প্রেম তোমার;
নাচবো আমি তাক ধিনা ধিন।
হি হি হা হা!
করবো আমি প্রেম তোমার সাথে।
টিং টিনা টিন!
আমার তোমার প্রেমে;
খাবো আমি তোমার মুন্ডু!
তবেই তো জমবে আমাদের প্রেম।
ধিং ধিনা ধিন।
(সবাইকে একটু হাসানোর প্রয়াস।)