আঁধার কেটে -
ফুটেছে আলো বছরের শেষ প্রভাতের।
দুপুর গড়িয়ে বিকেল;
বিকেল গড়িয়ে সন্ধ্যা।
নামবে আঁধার ধরিত্রীতে।
রাত ১২.০১ আলোকিত আকাশ -
নতুন আরেকটি বছরের উজ্জ্বল প্রত্যাশায়।
........
বছরের এই বিদায় ক্ষণে;
ফিরে দেখা নিজ জীবনের বছর ২০২১।
করোনা করছে দংশন আমায়।
দুইশত কবিতা হয়েছে সৃষ্টি।
পেয়েছি সম্মাননা, পুরষ্কার;
আরো কিছু নানা প্রাপ্তি।
অনুভূতির অটুট বন্ধন "কবিতার" সাথে।
রাগ, অভিমান, খুনসুটি তবু -
দিন শেষ ভালবাসায় পূর্ন জীবন।
আসছে বছর;
যেন না থাকে কোন রোগ-বালাই -
বিপর্যয় প্রকৃতিতে।
বাঁধা পড়ে যেন প্রাণ অটুট বন্ধনে।
প্রাপ্তি নিয়ে হোক সমাপ্তি বছর ২০২১!