(“বন্ধুত্ব দিবসে” ভাল থাকুক সবার জীবনের খুব কাছের বন্ধুরা! আজ সবার সকল বন্ধুদের জন্য এই কবিতা……)
প্রাণের উচ্ছ্বাস “বন্ধু”
বন্ধু মানে!
সূর্যের তীব্র তাপে হিমেল বাতায়নের ন্যায়।
বন্ধু মানে!
শীতের দিনে হোক সূর্যের কিংবা অগ্নির উষ্ণতার ন্যায়।
বন্ধু মানে!
ভাসমান জলধারায় ভাসানো ভেলার ন্যায়।
বন্ধু মানে!
জীবনের চলার পথে প্রজ্বলিত প্রদীপ জ্বালিয়ে দেয়া।
বন্ধু মানে!
খেলা আর অনুভূতির সাথী, খুনসুটি আবার দিনশেষে এক হওয়া।
তবে বন্ধুর মতো বন্ধু পাওয়া কি এতো সহজ।
কেননা বন্ধুর প্রভাবে আসতে পারে নেমে জীবনে আঁধার।
…………
বন্ধু হতে পারে বাবা, মা, ভাই কিংবা দিদি।
বন্ধু হতে পারে দিদা, দাদু, ঠাকুরমা কিংবা ঠাকুরদা।
বন্ধু হতে পারে সমবয়সী, বড় কিংবা ছোট ব্যক্তি।
বন্ধু হতে পারে ভালবাসার মানুষ কিংবা বিয়ে করা স্বামী।
বন্ধু হতে পারে শিক্ষক।
ব্যক্তিরা যে সম্পর্কের রূপেই আসুক না কেন বন্ধু হয়ে জীবনে-
বন্ধু মানেই প্রাণের উচ্ছ্বাস।
সবার জীবনে থাকুক প্রাণের উচ্ছ্বসিত একটি বন্ধু-
যার হাতে হাত, অনুভূতি ভাগাভাগি করে;
যাবে কাটানো জীবনের পথটুকু!