প্রাণস্পন্দন;
জীবন থেকে গেলে চলে হয় যে নিথর দেহ।
প্রতিদিন কতো প্রাণপ্রদীপ -
যাচ্ছে নিভে কতজন রাখে মনে;
আপন আর কাছের মানুষ ছাড়া!
.....
হে! প্রিয় হুমায়ূন!
তোমার নিথর শরীর আছে ঘুমিয়ে;
মাটির ঘরে তবে তুমি আজো -
আছো ভক্ত, তোমারি সন্তান, কাছের;
মানুষগুলোর অনুভূতির নক্ষত্র হয়ে।
আজ তোমার শুভ জন্মদিন।
ভাল থেকো;
বৃষ্টিতে, জ্যোৎস্না, প্রকৃতির -
নিবিড় ছায়ায়।
শুভ জন্মদিন;
হে! অনুভবের নক্ষত্র -
হুমায়ূন আহমেদ!