সমাজে বাস করে মনুষ্য প্রাণ।
সমাজের নিয়ম অনুসারে-
ছেলে মেয়ে বয়স নির্দিষ্ট পরে;
জীবনকে বাঁধতে হয় জীবনসঙ্গীর জীবনে-
বিয়ের মধ্যে দিয়ে।
বিয়ের পর সেই জীবনসঙ্গী-
জীবনকে না পারলে করতে আলোকিত;
বৃথা বিবাহিত জীবন।
ধর্মের অনুসারে ধর্ম হিন্দুতে-
স্ত্রীকে বলবে স্বামী; শাঁখা- পলা আর সিঁদুর পরতে।
বিশেষ সময়ে স্বামীকে প্রণাম করা।
জীবনসঙ্গী যেমন অনুভূতি তেমনি জীবনের আলো।
ধর্ম ইসলাম অনুসারে-
স্বামী বলবে স্ত্রীকে;বোরকা,হিজাব আর নিকাব করতে।
নিজ ব্যতীত অন্য পুরুষের সামনে যাওয়া অনুচিত।
নিজেকে সজ্জিত করা শুধুই স্বামীর জন্য।
স্বামীর অনুগত থাকা; অল্পতেই সন্তুষ্ট থাকা।
জীবন আলো জীবনসঙ্গী হলেই তো-
নারীর জীবন স্বার্থক;
হোক ধর্ম হিন্দু নয়তো ইসলাম!