সৃষ্টির সৃষ্টি-
স্নিগ্ধতা, সৌন্দর্য বুঝাতে;
আসে যে শব্দটি তা হলো "নারী"।
শান্ত, কোমল, মায়াবিনী -
আরো কতো উপমায় অধিষ্ঠিত "নারী";
সাহিত্যের অলংকার হয়ে।
ইতিহাস সাক্ষী -
"নারী" যেমন করে সৃষ্টি তেমনি করে বিনাশ।
শুধু নয় কোমল কখনো ত্যাজাক্রিয়।
........
ঘরে, বাহিরে সব ক্ষেত্রে -
"নারী" আজ এগিয়ে।
সেই নারী পরিবারের ধরতে হাল;
বাহিরে গিয়ে করে সন্ধান 'চাকরি'!
নারী সর্বদা আকর্ষণীয় ঘরে কিংবা বাহিরে।
নারীর সরলতার সুযোগ নিয়ে;
কিছু কামুক মানুষগুলো -
চুরমার করে দেয় নারীর স্বপ্ন মুহূর্তেই।
চাকরির প্রতিশ্রুতি দিয়ে;
ইচ্ছে মতো করে ধর্ষণ।
সেই নারীদের করুন আর্তনাদ -
"যেতে দাও; নষ্ট করো না আমায়।
যেতে দাও; একটা চাকরি দাও।
যেতে দাও; নষ্ট করো না এই জীবনটাকে।"