হৃদস্পন্দন!
নিঃশ্বাস বাঁচিয়ে রাখে-
প্রাণকে।
আঁখি মেলে কোনদিন না হলে দেখা-
জীবনের পথচলার হয় অবসান!
………!!!!!
সেই জীবনকে করতে উপভোগ;
অনেক প্রাণ করে থাকে বিলাসিতা।
অর্থের ক্ষমতায় বিলাসিতা;
তাঁদের চরণে করে চুম্বন!
আছে যারা তরুণ প্রজন্ম-
তাঁদের আছে এক ট্রেইনড;
যাকে বলে ভাইরাল হওয়া-
নিজের খাওয়া, পোশাক,
ঘুরতে যাওয়া প্রকাশ্যে আনা!
হে! ভাইরাল করা ব্যাক্তিবৃন্দ!
কখনো কি দেখেছো ভেবে;
তাকিয়েছো পাশে –
হয়তো তোমারি বন্ধু, প্রতিবেশী,
ফেইসবুক বন্ধু;
একবেলা অন্ন জুটেনা তাদের;
নেই শরীরে দামি পোশাক।
পায়ে নেই ভাল জুতা-
হেঁটেই চলে তাঁদের জীবনের পথ।
বিলসিতায় যে থাকে-
অন্ত অক্ষমতা!
সবকিছু ভাইরাল করে তোমার;
করোনা তাঁদের ছোট, অবহেলা,
অবজ্ঞা আর অপমান!