সময়ের নিজ বয়ে চলায়-
দিনের আলো নিভে;
রাতের আগমন।
সব রাতের মতো নয়-
এই সময়ের বয়ে যাওয়া রাতগুলো!
এখন বাতাসে নেই ফুলের সুরভি -
চাঁদ, তারা, পূর্ণিমার স্নিগ্ধতা।
আছে শুধুই অমাবস্যা, মৃত্যুর ঘ্রান-
বিজয় আনতে যারা দিচ্ছে প্রাণ!
.........
"মা! গো! কতদিন দেখিনা তোমায়।
তোমার হাতে ভাত খাইনা।
তোমার কোলে মাথা রেখে ঘুমাইনা।
কি করবো মা বলো -
আমি যে দেশ মায়ের বিজয়ের জন্য;
লড়াই করছি-জীবন বাজি রাখতেও সদা প্রস্তুত।
মা! ভেবো না!
তোমার ছেলে ঠিক ফিরে আসবে-
তোমার কোলে"
ছেলে ঠিক ফিরেছে কয়েক মাস পর-
বিজয় উল্লাসে;
গায়ে জড়িয়ে বিজয়ের পতাকা-
নিথর দেহে কফিনে বন্দী হয়ে!