বছর এক পেরিয়ে আরেক নব বছর।
মাস এক পেরিয়ে আরেক নব মাস।
ঘন্টা এক পেরিয়ে আরেক নব ঘন্টা।
রাত্রি এক পেরিয়ে আরেক নব রাত্রি।
এমন করেই প্রবাহমান জীবনের গতিপথ।
..............
সেকেন্ড এক পেরিয়ে গেলেই যে অতীত।
সময়ের সঠিক মুহূর্তে যা করার-
না করে অন্য সময়ে যা করনীয় সেই ক্ষণ অবেলা।
অবেলার অনেক কিছুই তখন অপ্রাপ্তি আর অতৃপ্তি!
ব্যস্ততা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিক-
সঠিক মুহূর্ত পেরিয়ে অবেলায় করে হাহাকার।
সন্তান যখন পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে-
মা বাবা কাঁদে করে হাহাকার অবেলায়।
মা-বাবা যখন আর কোনদিন মেলবে না আঁখি-
সন্তান করে হাহাকার অবেলায়।
প্রেমিক কিংবা প্রেমিকার হলে বিচ্ছেদ-
অবেলায় হাহাকারে খুঁজে ফেরে তাঁরে পেতে।
স্ত্রী হলে স্বামী আর স্বামী হলে স্ত্রী-
অবেলায় করে হাহাকার অশ্রুতে ভেজায় আঁখি।
সময় থাকতে করো মূল্যায়ন।
অবেলায় করলে হাহাকার-
ভাসবে শুধুই তুমি আত্ম চিত্কারে।
মানুষটি তোমার তখন তোমার থেকে অনেক দূরে!