[করোনায় এই রুদ্ধশ্বাস পরিস্থিতির মাঝে একটু আনন্দ দেবার প্রয়াস। শুধুই মজা দেবার জন্য; কাউকে আঘাত করার জন্য নয়।]            

                     “করোনায় কল্পিত বিয়ে”

প্রভাত বেলার নতুন সূর্য; নতুন বছর, ২০২০।
বছরের প্রথমেই গিয়েছে শোনা চীনের “উহানে”-
একের পর এক প্রাণের হচ্ছে অবসান;
শুধু  সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্টে।
জানা গেল ভাইরাসটির নাম “করোনা”;
যাচ্ছিল শোনা মৃত্যু আর মৃত্যু খবর।
হঠাৎ “কালবৈশাখী’ ঝড়ের ন্যায় বাংলাদেশে প্রবেশ করলো “করোনা’।
সেই থেকেই প্রাণের পর প্রাণের হচ্ছে অবসান;
সবাই তাই আছে লকডাউনে।
প্রয়োজন ছাড়া যাবেনা ঘর থেকে বের হওয়া।
মানতে হবে একজনের সাথে আরেকজনের-
সামাজিক দূরত্ব কমপক্ষে তিন ফিট।  
পড়তে হবে মাস্ক, গ্লাভস ! এসব থেকে মনটা বড্ড আজ বিক্ষিপ্ত।
আছে যারা অবিবাহিত তাদের বিয়ে গিয়েছে স্থগিত হয়ে।
এমন “করোনায়” যদি হয় বিয়ের অনুষ্ঠান কেমন হবে সেই চিত্র!
…………………
ছেলেপক্ষ এলো মেয়েকে দেখতে-
মেয়ে মুখে আছে পড়ে মাস্ক, হাতে গ্লাভস।
যাচ্ছে দেখা শুধু মায়াকারা আঁখি দুটি-
তাই দেখেই ছেলের হলো বেশ পছন্দ।
হয়ে গেল ঠিক বিয়ের দিনক্ষণ।
বিয়ের দিনে কনে আর বরের দুজনের-
সাজের মাঝে আছে মাস্ক, হাতে গ্লাভস।
পুরোহিত তিন ফিট দূরত্ব রেখে পড়ছে বিয়ের মন্ত্র।  
শুভদৃষ্টির সময় দেখছে দুজন দুজনের আঁখি শুধু।
করছে মালাবদল ছুঁড়ে ছুঁড়ে;
সাতপাকে ঘুরছে বর আর কনের কনিষ্ঠা আঙ্গুলে বেঁধে দড়ি।
এলো সিঁদুর পরানোর পালা;
তিন ফিট লম্বা গাছকৌটো দিয়ে সিঁথিতে পরিয়ে দিল সিঁদুর কনের।
এমন করেই হলো সমাপ্তি “করোনায় কল্পিত বিয়ে”।